সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা শীর্ষক প্রশিক্ষণ 

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা শীর্ষক প্রশিক্ষণ 

‘মাদক নয়, মৃত্যু নয় -মাদকমুক্ত জীবন চাই’ এই শ্লোগানে  এবং স্মার্ট বাংলাদেশ গড়তে নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে শিক্ষার্থীসহ সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে মাদকবিরোধী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক, তামান্না মাহমুদের সভাপতিত্বে,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর।

কর্মশালায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী-পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ